ক্রীড়া ডেস্ক :
সুপার ক্ল্যাসিকো ম্যাচের আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে। আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না দলটির সবথেকে বড় তারকা নেইমার জুনিয়র। বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে ৫টায় আর্জেন্টিনার সান জুয়ান ডেল ভিসেন্তেনারিওতে হবে এই ম্যাচটি।
বিশ্বকাপ বাছাইপর্বের লাতিন আমেরিকা অঞ্চলের ম্যাচের অংশ হিসেবে মাঠে গড়াবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই। কদিন আগে কোপা আমেরিকা ফাইনাল হারের প্রতিশোধ নেওয়ার বড় সুযোগ সেলেসাওদের কাছে। তবে এই ম্যাচেই দলটি পাচ্ছে না নেইমারকে।
গ্লোবো স্পোর্টসের মতে, পেশির ইঞ্জুরিতে পড়া বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের পরবর্তী ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না নেইমার। ব্রাজিলিয়ান তারকার ইঞ্জুরি পুর্নবাসনের কাজ প্যারিসেই হবে। সুপার ক্লাসিকো ম্যাচ হওয়ার আগেই প্যারিসের উদ্দেশ্য রওনা দিবেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
গত জুলাইয়ে ব্রাজিলকে তাদের মাটিতে হারিয়েই কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপর সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের মাঠে মুখোমুখি হয় দল দুটি। তবে সাও পাওলোয় খেলা শুরুর পাঁচ মিনিট পরই স্থানীয় স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপে শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায় ম্যাচটি। সেটি নিয়ে তদন্ত করছে ফিফা। এর মাঝেই আর্জেন্টিনার মাঠে হতে যাচ্ছে ফিরতি লেগ।
বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকার অঞ্চলে ১২ ম্যাচে ১১ জয় ও ১ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তাদের পিছনে আছে আর্জেন্টিনা। এক ম্যাচ বেশি খেলে ২০ পয়েন্ট নিয়ে তিনে আছে ইকুয়েডর।
















