চট্টগ্রামের সীতাকুণ্ডে চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে সুলতান আহমদ (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় ইকবাল হোসেন (৩০) নামের এক যুবকও আহত হয়েছেন। তিনি ওই বৃদ্ধের ভাতিজা বলে জানা গেছে।
নিহত সুলতান আহমদ উপজেলার ভাটিয়ারী জাহানাবাদ খাদেমপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে।
আজ রবিবার (৭ নভেম্বর) ভোর ৫টায় ভাটিয়ারী জাহানাবাদ খাদেমপাড়ায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ রবিবার ভোরে সুলতান আহমদ ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হয়ে দেখেন, এক চোর ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছে।
এ সময় সুলতান চোর-চোর চিৎকার করে তাকে ধরে ফেলে। এক পর্যায়ে ওই চোর সুলতানের ঘাড়ে ছুরিকাঘাত করে। এতে সুলতান গুরুত আহত হন।
পরে সুলতানের চিৎকার তার ভাতিজা এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করে ওই চোর পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন সুলতানকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের হবে।
















