মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
আজ রবিবার (৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
র্যাব-৯ এর শ্রীমঙ্গল ব্যাটালিয়নের কমান্ডার বসু দত্ত চাকমা জানান, মাইজদিহি পাহাড়ে অস্ত্রসহ ১০-১২ জনের একটি দল অবস্থান করছিল।
এমন খবরে অভিযানে যায় র্যাব-১৩ সদস্যরা। র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। এ সময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে দুজন গুরুতর আহত হয়।
পরিচয় জানতে চাইলে তিনি জানান, আমরা পরিচয় নিশ্চিত হতে কাজ করছি। তবে কেউ কেউ বলছেন, এরা ব্যবসায়ী নাজমুল হত্যা মামলার আসামি। আমরা পরিচয় যাচাই-বাচাই করে নিশ্চিত হবো। পরে বিস্তারিত জানানো হবে।
















