নিজস্ব প্রতিবেদক :
শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন সরকারি চাকরিপ্রার্থী ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা।
সরকারি চাকরির পরীক্ষার পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও চলছে। করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় প্রতি শুক্রবার নেয়া হচ্ছে সরকারি চাকরির পরীক্ষা। এসব পরীক্ষা মূলত ঢাকা কেন্দ্রিক হওয়ায় চরম বেকায়দায় পড়েছেন পরীক্ষার্থীরা।
আজ শুক্রবারই সরকারি অন্তত ১৯টি দপ্তরে নিয়োগ পরীক্ষা হবে। কিন্তু ধর্মঘটের কারণে অনেকেই হয়তো ঢাকায় এসে পৌঁছাতেই পারবেন না।
চাকরি প্রার্থীরা বলছেন, শুক্রবার ১৯টি প্রতিষ্ঠানে পরীক্ষা রয়েছে। এদিন সকাল, দুপুর ও বিকেলে এসব পরীক্ষা নেয়ার কথা রয়েছে।
এর আগে বুধবার (৩ নভেম্বর) জ্বালানি তেলের দাম প্রতি লিটার ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সরকারের এক প্রজ্ঞাপনে বলা হয়, বুধবার রাত ১২টা থেকেই বর্ধিত এই দাম কার্যকর হবে।
জ্বালানি তেলের দাম এক লাফে ১৫ টাকা বেড়ে যাওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) ধর্মঘটের ডাক দেয় বিভিন্ন জেলার পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠন।
তারা জানায়, আজ শুক্রবার (৫ নভেম্বর) থেকে বাস ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রাখবে তারা।
















