চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা
পর্ষদের নির্বাচনে ডা. আঞ্জুমান আরা ডা. আরিফুল আমীন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম প্যানেলে বিপুল ভোটে কার্যকরী পরিষদের দশম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ছৈয়দ ছগীর আহমদ।
তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা, বাকলিয়ার কৃতিসন্তান চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর সাবেক পরিচালক, খাতুনগঞ্জ ট্রেড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক।
ডা. আঞ্জুমান আরা-ডা. আরিফুল আমীন-মোহাম্মদ আনোয়ারুল ইসলাম প্যানেল থেকে কেবলমাত্র ছৈয়দ ছগীর আহমদ কার্যকরী পরিষদের দশম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
এই প্যানেল থেকে ভাইস প্রেসিডেন্ট পদে আবুল হোসেন ১২৯৮ ভোট, ডা. এম মাহফুজুর রহমান ১৫৪৭ ভোট, জয়েন্ট জেনারেল সেক্রেটারি পদে রেখা আলম চৌধুরী ১১৮০ ভোট, ট্রেজারার পদে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ১৩৩০ ভোট, জয়েন্ট ট্রেজারার পদে ডা. মোহাম্মদ লিয়াকত আলী ভূঁইয়া ১৩২৬ ভোট, অর্গানাইজিং সেক্রেটারি পদে মোহাম্মদ নজরুল ইসলাম ১০৫৮ ভোট, স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি পদে মোহাম্মদ জাহিদুল হাসান ১৮৩৯ ভোট পেয়েছেন।
এই প্যানেল থেকে লাইফ মেম্বার ক্যাটাগরির মেম্বার পদে নাজমুল হক ১৪২৭ ভোট, ওসমান গনি মনসুর ১৩৩১ ভোট, ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি ১৩২৩ ভোট, ডা. হোসেন আহমদ ১২৯৯ ভোট, এয়াছিন চৌধুরী ১২৪২ ভোট, মোহাম্মদ রাশেদুল আমীন ১২২৪ ভোট, নুর নবী লিটন ১১৬৫ ভোট, গোলাম বাকি মাসুদ ৮৮৪ ভোট, নাজমুল করিম চৌধুরী ৭৪০ ভোট পান।
স্বতন্ত্রভাবে নির্বাচন করে মাহমুদুর রহমান শাওন ৯৩৫ ভোট, লায়ন মোহাম্মদ নাসির উদ্দিন ৭৫৪ ভোট, হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী ৬৩৫ ভোট, ইঞ্জিনিয়ার মাশুকুর রহমান ৪১৯ ভোট, এসএম হাসান উদ্দীন ৩২৬ ভোট, সেলিম হোসেন চৌধুরী ২৮২ ভোট এবং নুর মোহাম্মদ চৌধুরী ১৬৮ ভোট পান।
উৎসবমুখর পরিবেশে এবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে চলে ভোটগ্রহণ। দুটি প্যানেল থেকে ৫২ জন এবং স্বতন্ত্র ৩ জন মিলে মোট ৫৫ জন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। ভোট নিয়ে ক’দিন ধরে প্যানেল দুটি প্রার্থী ও সমর্থকদের ব্যাপক প্রচার ছিল। পাল্টাপাল্টি প্রচারে ভোটের আমেজ তুঙ্গে উঠে। তবে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এ নির্বাচন।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের এই নির্বাচনে ভোটার ৯ হাজার ৭২৪ জন। তারা সকলেই লাইফ মেম্বার। প্রতি ভোটার ২০টি ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত করেন সভাপতিসহ ২০ জন কর্মকর্তা। অপরদিকে ৩২৩ জন ডোনার মেম্বারে ভোটে নির্বাচিত হবেন পরিচালনা পর্ষদের দুজন ডোনার সদস্য।
শনিবার হাসপাতালের মহিলা হোস্টেলে স্থাপিত ৩১টি বুথে ভোটগ্রহণ করা হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভোটার বেশি হওয়ায় পুরো দিন বজায় ছিল অনেক বড় এক নির্বাচনের আমেজ। বিজয়ী প্রার্থী ছৈয়দ ছগীর আহমদকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হয়েছে ।
















