নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার দিবাগত রাতে হঠাৎ করে অভিনেতা আলমগীরের মৃত্যুর গুজব ছড়িয়ে দেন। এতে ভীষণ মর্মাহত হয়েছেন দেশবরেণ্য এই অভিনয়শিল্পী। আর শিল্পীর পরিবার ও চলচ্চিত্র অঙ্গনের অনেকে ক্ষুব্ধ হয়েছেন। তার মেয়ে আঁখি আলমগীর জানিয়েছেন আব্বু ভালো আছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ফেসবুকে দিবাগত রাতে আলমগীরের মৃত্যুর গুজব কে বা কারা ছড়ায়।
যা দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। খোঁজ নিয়ে জানা গেছে, সুস্থ আছেন কিংবদন্তি এ নায়ক। বাসাতেই রয়েছেন তিনি।
আরও জানা যায়, ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কালজয়ী এই অভিনেতা বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসি গিয়েছিলেন। সেখানে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে সময় কাটিয়েছেন। আড্ডা দিয়েছেন নায়ক সাইমনের সঙ্গেও৷
নিশ্চিত না হয়ে মিথ্যা তথ্যে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানোতে আহত হয়েছেন তার মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর৷
তিনি ২৯ অক্টোবর মধ্যরাতে ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, আব্বুকে নিয়ে কে বা কারা গুজব ছড়িয়েছে। আলহামদুলিল্লাহ, আব্বু খুব ভালো আছেন, নিরাপদ এবং সুস্থ আছেন।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মানুষের এমন আচরণ দেখে আমরা খুব ব্যথিত। নায়ক আলমগীর সর্বশেষ ‘একটি সিনেমার গল্প’ নামে চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছেন।
















