পেকুয়া প্রতিনিধি :
পেকুয়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
গতকাল ২৫ অক্টোবর (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই প্রার্থী চূড়ান্ত করা হয়।
আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- পেকুয়া সদরে উপজেলা আ’লীগের সহসভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, বারবাকিয়ায় জেলা আ’লীগের সদস্য জিএম আবুল কাশেম, মগনামায় ইউনিয়ন আ’লীগের সহসভাপতি মো: নাজেম উদ্দিন, রাজাখালীতে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সিকদার বাবুল, শিলখালীতে উপজেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজিউল ইনসান ও উজানটিয়ায় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী।
আওয়ামী লীগের মনোনীত এই ৬ প্রার্থী আগামী ২৮ নভেম্বর নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন।
















