মহেশখালী প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন আ.লীগ নেতা মহেশখালী উপজেলা বঙ্গবন্ধু মানব ক্যালণ পরিষদের সভাপতি রহুল কাদের রুবেল।
তিনি মহেশখালীর উপজেলার কালারমারছড়ার ফকিরজুর এলাকার মোঃ আমিনের পুত্র।
সোমবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ফকিরজুম বাজারের পাশে এই ঘটনা ঘটে।
মহেশখালী থানার ওসি মো.আবদুর হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রহুল কাদের রুবেলকে রাত ১০টার দিকে ফকিরজুম বাজারের পাশে. সিএনজি করে এসে একদল মুখোশ পরিহিত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ও এলোপাতাড়ি কুপিয়ে জখম করলে তিনি ঘটনাস্থলে মারা যান।
মহেশখালী থানার ওসি মো. আবদুল হাই জানান কারা কেন তাকে হত্যা করেছে এ ব্যাপারে নিশ্চিত না হলেও তিনি জানান এ হত্যাকান্ডে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
















