মারা গেছে বিশ্বের সবচেয়ে বয়স্ক সাদা গন্ডার। উত্তরাঞ্চলীয় ইতালির একটি চিড়িয়াখানায় মারা যায় টবি নামের এই গন্ডারটি। টবির বয়স হয়েছিল ৫৪ বছর। মঙ্গলবার (১২ অক্টোবর) ওই চিড়িয়াখানার একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন।
পার্কো নাতুরা ভিভার মুখপাত্র এলিসা লিভিয়া পেন্নাচিওনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, নন্নো টবি (দাদা টবি) গত ৬ অক্টোবর মারা গেছে। এই চিড়িয়াখানাটি উত্তরাঞ্চলীয় শহর ভেরোনার কাছাকাছি অবস্থিত।
তিনি বলেন, টবি তার রাতে থাকার জায়গায় যাওয়ার সময় মাটিতে পড়ে যায়। এর আধা ঘণ্টা পর তার হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়।
পেন্নাচিওনি বলেন, ত্রেন্তোতে মুসে বিজ্ঞান জাদুঘরে টবিকে সংরক্ষণ করা হবে। সেখানে টবি সঙ্গী হিসেবে পাবে ব্লাঙ্কোকে। এই সাদা সিংহটিও পার্কো নাতুরা ভিভার সদস্য ছিল। পাঁচ বছর আগে ব্লাঙ্কোর মৃত্যু হয়।
পার্কের এই মুখপাত্র আরও বলেন, বন্দী অবস্থায় সাদা গন্ডার সাধারণত ৪০ বছর পর্যন্ত বাঁচে। আর জঙ্গলে থাকলে বাঁচে ৩০ বছর পর্যন্ত।
এর আগে ২০১২ সালে টবির নারী সঙ্গী সুগারের মৃত্যু হয়েছিল। তবে টবির মৃত্যু হওয়ায় এখন পার্কে একমাত্র জীবিত সাদা গন্ডার হিসেবে রইল ৩৯ বছর বয়সী বেন্নো।
















