কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক মো. সাইফুল ইসলামের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) বিকালে হিমছড়ি পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাইফুল চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিম পাড়ার মো. নাছির উদ্দিনের ছেলে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, সোমবার কক্সবাজারের হিমছড়ি পয়েন্টের সাগর থেকে মরদেহটি উদ্ধার হয়েছে।
এর আগে রোববার (১০ অক্টোবর) দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের জলতরঙ্গ পয়েন্টে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামেন সাইফুল। এ সময় সাগরে ভাটার সময় ¯্রােতের টানে তিনি ভেসে যান। লাইফ গার্ড কর্মী ও ট্যুরিস্ট পুলিশ সৈকতের বিভিন্ন পয়েন্টে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি।
সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বীচকর্মী মাহাবুবুল আলম জানান, সোমবার বিকালে সৈকতের হিমছড়ি পয়েন্টে সাগরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে বিষয়টি অবহিত করলে একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার করা মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।
তিনি আরও জানান, ওই তরুণের মরদেহ উদ্ধারের ব্যাপারে স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়ায় মরদেহ হস্তান্তর করা হবে।
















