অশোক দাশ, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৮টায় পেীরসদর উত্তরে হাজেরা হ্যাভেন কমিউনিটি সেন্টারের সন্মূখে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মাছের গাড়িকে পিছন থেকে একটি বড় লরী ধাক্কা দিলে এঘটনা ঘটে।
এসময় পিতা মিন্টু শেখের (৩৫) হাতে থাকা শিশু সিয়াম শেখ(৫) ও মাছের গাড়ির স্টাপ রায়হান উদ্দিন জনি(১৮) ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন।
সিয়ামের গ্রামের বাড়ি বাগেরহাট চিতলমারী থানার বড়গুনি ও জনি বারৈয়ারহাট থানার চান্দিনা মাছের আড়তের স্টাপ এবং স্থানীয় মেহেদীনগর এলাকার মোঃ আলমগীর এর পূত্র।
অপরদিকে গুরুতর আহত মিন্টু শেখ (৩৫)কে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থার আশংকাজনক।
বিষয়টি নিশ্চিত করেন,.কুমিরা হাইওয়ে পুলিশের কর্মকর্তা মোঃ আমীর ফারুক।
















