অনলাইন ডেক্স:হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র আঁকা সুইডিশ এক কার্টুনিস্ট সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর ছেপেছে বিবিসি।
লার্স ভিলকস নামের ওই কার্টুনিস্ট পুলিশের একটি গাড়িতে করে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি ট্রাকের সঙ্গে তাকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয়।
এ ঘটনায় গাড়িতে থাকা দুই পুলিশ অফিসারও নিহত হয়েছেন। আর ট্রাক ড্রাইভার আহত হয়েছেন। মুহাম্মদ (সা.) এর ওই কার্টুন আঁকার পর হত্যার হুমকি পেয়েছিলেন ভিলকস। এরপর থেকেই পুলিশের সুরক্ষায় ছিলেন ৭৫ বছর বয়সী এই কার্টুনিস্ট।
২০০৭ সালে ওই কার্টুন প্রকাশ করা হয়। এ ঘটনায় বিশ্বের মুসলিমরা ফুঁসে ওঠে। কারণ মুহাম্মদ (সা.) এর কোনও চিত্র বা ব্যঙ্গচিত্র আঁকাকে ধর্ম অবমাননা বলে মনে করে মুসলিমরা।
এর আগের বছরই ডেনমার্কের একটি পত্রিকা মুহাম্মদ (সা.)-কে ব্যঙ্গ করে কার্টুন ছাপে। রোববারের (৩ অক্টোবর) ওই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে ভিলকসের পার্টনার এই কার্টুনিস্ট নিহত হওয়ার খবর নিশ্চিত করেন।
এক বিবৃতিতে পুলিশ জানায়, কিভাবে এই সংঘর্ষ হয়েছে, সে ব্যাপারে তাদের স্পষ্ট ধারণা নেই। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, এ ঘটনায় অন্য কেউ জড়িত নেই।
ওই কার্টুন ছাপার পর ব্যাপক চাপে পড়ে সুইডেন। এমনকি পরিস্থিতি শান্ত করার জন্য ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতের সঙ্গেও সাক্ষাৎ করেন সুইডেনের তৎকালীন প্রধানমন্ত্রী ফ্রেড্রিক রেইনফেলডট।
















