বর্তমান লিগ চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদের কাছে বার্সেলোনার অসহায় আত্মসমর্পণ। ধুঁকতে থাকা রোনাল্ড কোম্যানের শিষ্যরা এদিন হেরেছে ২-০ ব্যবধানে। এই হারে পয়েন্ট টেবিলের নবম স্থানে নেমে গেছে কাতালান ক্লাবটি। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও এদিনও ফুটে উঠেছে বার্সার দৈন্যদশা।
মাঠের লড়াই শুরুতে অতটা একপেশে হয়নি। বল দখলে এগিয়ে ছিল বার্সেলোনা। যদিও তাদের আক্রমণ ছিল ধারহীন। প্রথম ২০ মিনিটে উল্লেখযোগ্য দুটি হাফ-চান্স পায় আতলেতিকো। দুটিই অবশ্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২৩ মিনিটে গোল খেয়ে বসে ব্লাউগ্রানারা। লুইস সুয়ারেজে অসাধারণ এক পাস থেকে দুর্দান্ত গোলে আতলেতিকোকে এগিয়ে দেন টমাস লেমার।
চার মিনিট পর পাল্টা আক্রমণে সমতায় ফিরতে পারতো বার্সেলোনা। তবে ডি-বক্সের মুখ থেকে ফিলিপে কৌতিনিয়োর নিচু শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। পরের মিনিটেই ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ নষ্ট করেন সুয়ারেজ। ফেলিক্সের পাস বক্সে ফাঁকায় পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন সাবেক বার্সা তারকা।
জোয়াও ফেলিক্সের অসাধারণ এক পাস থেকে ডানপ্রান্ত থেকে দুর্দান্ত এক শটে আতলেতিকোর পক্ষে ব্যবধান ২-০ করেন সুয়ারেজ। সাবেক দলের বিপক্ষে এটিই তার প্রথম গোল। আগেই বলেছিলেন, গোল পেলে উদযাপন করবেন না। করেননি, দুই হাত জোড় করে যেন সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন তিনি। ম্যাচের বাকি সময়ে স্কোরলাইন বদলায়নি।
এই হারে আতলেতিকোর বিপক্ষে টানা পাঁচ ম্যাচ জয়শূন্য রইলো বার্সেলোনা। যার তিনটিতেই পরাজয়। এর মধ্যে লা লিগায় চার ম্যাচে দুটি করে হার ও ড্র। আর ২০২১ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৩-২ গোলে হেরেছিল কাতালানরা।
আট ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ সমান পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। রিয়ালের সমান সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল সোসিয়েদাদ। সাত ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে নবম স্থানে।
















