আগামী ৭ অক্টোবর চট্টগ্রাম সির্টি কপোরেশনে ১৬ নাং চকবাজার ওয়ার্ডে উপ – নিবার্চনে কাউন্সিল পদপ্রার্থী মোহাম্মদ সেলিম রহমানের ঠেলাগাড়ীর সমর্থনে চলচ্চিত্র অভিনেতা আসরাফুল হক ডন নগরীর চকবাজার বালি আকের্ট এ প্রচারণা চালিয়েছেন।
চলচ্চিত্র অভিনেতা আসরাফুল হক ডন বালি আকের্টে বিভিন্ন ফ্লোরে ঠেলাগাড়ী পক্ষে ভোট কামনা করেন। এবং প্রচারপত্র বিতরণ করেন।
এসময় ওমরগনি এমই এস কলেজ ৯৫-৯৭ ব্যাচ ছাত্রলীগ নেতৃবৃন্দ গনসংযোগে ছিলেন।
আজ (১লা অক্টোবর) শুক্রবার বিকালে নগরীর চকবাজারস্হ টুপিগল্লি থেকে শুরু করে চন্দরপুরা দানু বাপরে বাড়ী, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আতাউর রহমানের বাড়ী, মাজার গল্লির, টাকশাহ মাজার গল্লি, গনি বেকরী গল্লি প্রতিটি বাড়ী বাড়ী ও ঘরে ঘরে গিয়ে গনসংযোগ করে এবং প্রচারপত্র বিতরন করেন।
আগামী ৭ অক্টোবর ১৬ নং চকবাজার ওয়ার্ডে উপ নিবার্চনে কাউন্সিল পদপ্রার্থী মোহাম্মদ সেলিম রহমানকে ঠেলাগাড়ী মার্কা ভোট দিয়ে স্বপ্নের চকবাজার গড়ে তোলার জন্য সহযোগিতা করার আহবান জানান।
এতে ওমরগনি এমই এস কলেজ ৯৫-৯৭ ব্যাচের মধ্যে চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য দিদাউর রহমান তুষার, আজিজ উদ্দীন চৌধুরী, চকবাজার ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগেরে সভাপতি আমিনুল ইসলাম, সিরাজদুল্লাহ বাহাদুর, মনিরুল ইসলাম মিলন, ওমর ফারুক, নজরুল ইসলাম, আবু তৈয়র, শফিকুল ইসলাম, সাইদুল ইসলাম, হাবিবুর রহমান তারেকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















