কর্ণফুলীতে বিষপান করায় মোঃ মোরশেদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মোরশেদ উপজেলার বড়উঠান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার মোঃ আমির আহমদের ছেলে। সে পেশায় একজন গার্মেন্টস কর্মী।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পূর্ব পাড়ার সফর মুল্লুক চেরাগের বাড়িতে এ ঘটনা ঘটে।
শুক্রবার (০১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ।
স্হানীয় সূত্রে জানা যায়, মোরশেদ আনোয়ারার ইয়াংওয়ান সু-পেক্টরিতে চাকরি করত। সে ১৫ দিন আগে আনোয়ারা উপজেলার রিনা আক্তার নামের একটি মেয়েকে বিয়ে করেন। গতকাল চাকরি থেকে আসার পর নিজঘরে বিষপান করে আত্মহত্যা করেন। তবে কি কারণে আত্মাহত্যা করেছে সেটা জানা যায়নি।
এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কি কারণে আত্মাহত্যা করল সেটা এখনো জানা যায়নি। তবে পুলিশ চেষ্টা করছে বিষয়টি খতিয়ে বের করতে।’
















