চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকার একটি বৈদ্যুতিক খুঁটি থেকে খোকন (৩০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে খুলশী থানার জালালাবাদ হাউজিং এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে থানার জালালাবাদ হাউজিং এলাকা থেকে খোকন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এর আগে সোমবার (২৭ সেপ্টেম্বর) একই এলাকা থেকে মো. নেজাম পাশা (৬৫) আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।
















