বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষে ভিশন ৪১ পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
পরিষদের আহ্বায়ক দীনবন্ধু দাশ গুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য সৈয়দ মো. আমিনুল হক। পরিষদের যুগ্ম আহ্বায়ক ও বায়েজিদ থানা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী নেতা মাকসুদ চৌধুরীর ব্যবস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপদেষ্টা নোমান খসরু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান খান, নজরুল ইসলাম, আনিসুর রহমান মানিক, এম শাহাদাত হোসেন চৌধুরী। পরিষদের সদস্য সচিব ও আ’লীগ নেতা এম এ হায়দার এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, মো. ইব্রহিম, মো. মুসা,মো. হাবিব, মো. মোবিন, মো. ইসমাইল, সিরাজুল ইসলাম, আমিন ইশতিয়াক চৌধুরী বিপ্লব, মো. আলি,মো.মিলন,ফোরকান,সেলিম,শিপন,আবু সাইদ প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা
















