বাবলু দাশ, হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে অজ্ঞাত (৫৫) এক অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার ১২ টার দিকে হাটহাজারী পৌরসভার ২ নং ওয়ার্ডের পশ্চিম দেওয়ান নগরস্থ পশ্চিম সুজানগর নগর এলাকার দরগা টিলা প্রকাশ পুরাতন কবরস্থান থেকে লাশটি উদ্ধার করে।
হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত রাজিব শর্মা সহ থানার উপ পরিদর্শক মো. রফিক ও মোজাহিদ সহ সঙ্গীয় ফোর্স লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী আল্লাউদ্দীন সূত্রে জানায়, পৌরসভার দরগা টিলা এলাকায় সকাল ১০ টার দিকে জ্বালানি কাঠ সংগ্রহের সময় লাশটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে এ রিপোর্ট লেখা অব্দি লাশের পরিচয় পাওয়া যায় নি।
















