চট্টগ্রামের আনোয়ারায় পৃথক অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ মো. ফোরকান (২৬) নামে এক মাদক কারবারি এবং পলাতক আসামি মোঃ সেলিম নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো. ফোরকান শোলকাটা গ্রামের রবি হোসেনের ছেলে। তার কাছ থেকে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, পলাতক আসামি সেলিম গুয়াপঞ্চক গ্রামের মৃত ইউসুফের ছেলে।
গ্রেফতারকৃতদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এসএম দিদারুল ইসলাম সিকদার।
তিনি জানান, সোমবার বিকেলে পুলিশের বিশেষ অভিযানে ফোরকানকে ৫০ লিটার চোলাই মদসহ এবং পলাতক আসামি সেলিমকে গ্রেফতার করা হয়
















