চট্টগ্রামের কর্ণফুলীতে রিকশা চালক শাকিল (১৭) হত্যার ঘটনায় আরো দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে নগরীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত গ্রেপ্তার ০৪ জন।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
গ্রেপ্তার দুইজন হলেন- সদরঘাট কলাবাগানের সাহেদপাড়া এলাকার মৃত শামসুল ইসলামের পুত্র শাকিল (৫১) ও মিরসরাইয়ের জহির আহমেদের পুত্র মোঃ ইউসুফ (৩১) সে বর্তমানে সদরঘাটের কামাল গেইট এলাকায় বসবাস করেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, শাকিল হত্যায় দায়ের করা মামলায় আগে গ্রেফতারকৃত আসামি মহসিন ও ইরফানের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যায় জড়িত থাকার অপরাধে শাকিল ও ইউসুফকে রোববার রাতে সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট ০৪ জনকে গ্রেপ্তার করা হলো।
পুলিশ সূত্র জানায়, আসামিরা শাকিলকে ঘটনাস্থলে নাইলনের রশি গলায় প্যাচিয়ে হত্যা করেন।
প্রসঙ্গত, গত শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় চরলক্ষ্যা মো. আলী সড়কের ধানক্ষেত থেকে শাকিলের লাশ উদ্ধার করা হয়। পরে শাকিলের পিতা বাদী হয়ে কর্ণফুলী থানায় হত্যা মামলা দায়ের করেন।
















