রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৫নং বরুমচড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের ভেন্টিলেটর ভেঙে রাতের আধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এতে পরিষদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ইলেকট্রনিক মেশিন পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর ) ভোর রাত ৪টার দিকে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।
ইউনিয়ন পরিষদ কর্মকর্তা সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাত সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার দিকে দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের ভেন্টিলেটর ভেঙে আগুন দেয়। ভোরে যখন মুসল্লিরা নামাজ পড়তে উঠে পরিষদের কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখলে চেয়ারম্যান , ডিজিটেল সেন্টারের উদ্যোক্তা ও সচিবকে খবর দেয় । তারা এসে কার্যালয়ে রুম খুলে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে পরিষদের প্রায় জিনিস পুড়ে ছাই হয়ে যায়।
এর মধ্যে রয়েছে , ১টি ফটোস্ট্যাট মেশিন, ১টি প্রিন্টার, ২টি ল্যাপটপ ,১টি ডিজিটাল ক্যামেরা,২টি সোলার প্যানেল, সার্ভার লাইন ও মিটার বোর্ড, ৬টি জন্ম ও মৃত্যু নিবন্ধন ফরমের বই, ট্রেড লাইসেন্স,ইউনিয়ন পরিষদের প্যাড,আলমারি, ফ্যান, আসবাবপত্র সহ বেশ কিছু মালামাল পুড়ে যায়।
এ ব্যাপারে বরুমচড়া ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ মামুন জানান, ভোর রাতে স্থানীয় মুসল্লিরা নামাজ আদায় করতে যাওয়ার সময় পরিষদ থেকে ধোঁয়া বের হতে দেখলে চেয়ারম্যান সহ দায়িত্বরত সবাইকে বিষয়টা জানাই। পরে স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আশে। মামুন আরো জানায় গভীর রাতে কে বা কারা ইউনিয়ন পরিষদের কক্ষে আগুন দিয়ে সাধারণ মানুষের এতো বড় ক্ষতি চাই আমাদের ধারণা নেই । তবে যেই করে থাকুক এর উপযুক্ত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি ।
বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহদাত হোসেন চৌধুরী জানান, কিছু কুচক্রী মহল গভীর রাতে আমাদের অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সচিবের কক্ষে আগুন দেয় । এতে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ইলেকট্রনিক মেশিন পুড়ে যায়। দুর্বৃত্তকারী যেই হোক তাকে আইনের আওতায় এনে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।
এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ ।
















