কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল থেকে ৪ লাখ ৩০ হাজার ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাতে তাদের আটক করা হয়। আটকরা হল, রশিদ উল্লাহ, আমানত করিম, নাছির উদ্দিন ও ছৈয়দুর রহমান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলার আটক করা হয়। পরে ট্রলারটিতে পাওয়া যায় ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান। তিনি বলেন, এক সপ্তাহ আগে থেকে ইয়াবা পাচারকারী চক্রের ওপর নজর রাখছিল র্যাব।
সেই চক্রের একটি চালান আসার খবরে গভীর সমুদ্রে অভিযান চালানো হয়েছে। ৪ লাখ ৩০ হাজার ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
















