কক্সবাজারের টেকনাফের হ্নীলায় র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে মাদকের চালান নিয়ে দূগ্ধজাত শিশুসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে।
র্যাব-১৫ সুত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা সোয়া ৬টারদিকে কক্সবাজার র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে হ্নীলা ইউনিয়নের নাটমোরা পাড়া বিএম অটোগ্যাস ফিলিং ষ্টেশন সংলগ্ন প্রধান সড়কে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ-৫ এর বাসিন্দা লালুর মেয়ে এবং নাটমোরা পাড়া এলাকার ইউছুপ প্রকাশ চেট্টাইয়ার স্ত্রী নুর ফাতেমা (২২) কে ৭ মাসের ১জন দূগ্ধজাত শিশুসহ আটক করে। এরপর উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে মহিলা আনসার দ্বারা দেহ তল্লাশী করে ১৯ হাজার ৫শ পিস ইয়াবা পাওয়া যায়।
এব্যাপারে কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ আটককৃত মহিলা মাদক পাচারকারীকে ২৩ সেপ্টেম্বর সকালের দিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
















