কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারাইয়াকাঁটা স্টেশনের সামনে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চার হাজার ১৮২০ পিস ইয়াবা জব্দ করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহেদুল ইসলাম (৩৪) টেকনাফ নোয়াপাড়া গ্রামের ফোরকানের ছেলে।
পেকুয়া থানার তদন্ত কর্মকর্তা কানন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারাইয়াকাঁটা স্টেশনের সামনে অভিযান চালিয়ে ১৮২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।