বান্দরবান সদর উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য ক্রীড়া সংগঠন,৪নং সুয়ালক ইউনিয়নের জনপ্রিয়”সুপার স্টার স্পোর্টিং ক্লাবের এক বৎসর পদার্পণ ও বর্ষপূর্তি উপলক্ষে ক্লাবের সদস্যদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক ও আন্তরিকতা সৃষ্টির লক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। প্রীতি ফুটবল ম্যাচে ও বর্ষপূর্তির কেক কাটা এবং পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট সমাজ সেবক বান্দরবান ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান উক্যনু মারমা। প্রীতি ফুটবল ম্যাচে ও বর্ষপূর্তির কেক কাটা এবং পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট সমাজ সেবক ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ২নং ওয়ার্ড সদস্য মোঃ জসিম উদ্দিন (মেম্বার),১নং ওয়ার্ড সদস্য সমাজ সেবক আব্দুল সবুর(মেম্বার),বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো: মুন্নাহ, প্রীতি ফুটবল ম্যাচের আয়োজক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো: জনি,বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো:রাসেল ভুঁইয়া প্রমুখ। অতিথিরা বক্তব্যে বলেন ছাত্র-ছাত্রীদের ও যুব সমাজকে লেখা-পড়া’র পাশা-পাশি ক্রীড়ামূখী করার জন্য ও জনপ্রিয়”সুপার স্টার স্পোর্টিং ক্লাবের এক বৎসর পদার্পণ ও বর্ষপূর্তি উপলক্ষে ক্লাবের সদস্যদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক ও আন্তরিকতা সৃষ্টির লক্ষে এই প্রীতি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন হয়। বক্তারা আরো বলেন ক্রীড়ায় শক্তি,ক্রীড়ায় বল,যুব সমাজ কে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই,খেলাধুলার মাধ্যমে বাংলাদেশ সারা বিশ্বের কাছে পরিচিত লাভ করতে সক্ষম হয়েছে,আগামীতে আরো বেশী ভালো করার প্রত্যাশা রইলো। ফুটবল খেলা উপভোগ করার জন্য সমাজের বিভিন্ন স্থরের জনগণ,গণমাধ্যম কর্মী,সুধিজন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। প্রীতি ফুটবল ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বর্ষপূর্তির কেক কাটেন অতিথিরা।