জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন সোনার বাংলা বিনির্মানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃড় প্রত্যয়ের লক্ষ্যে বান্দরবানে বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
২৫শে আগস্ট বুধবার সকাল ১১ টায় জেলার বঙ্গবন্ধু পাঠাগার মিলনায়তনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ এমপি।মত বিনিময় সভার সভাপতিত্ব করেন বান্দরবান জেলা আওয়ামিলীগ এর সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যা শৈ হ্লা।
মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর,জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,লক্ষী পদ দাশ,তিংতিংম্যা,জেলা আওয়ামীলীগ এর আব্দুর রহিম চৌধুরী,পৌর আওয়ামীলীগ এর সভাপতি অমল কান্তি দাশ,সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সহ জেলার সাতটি উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মত বিনিময় সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন সোনার বাংলা বিনির্মানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃড় প্রত্যয়ের লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গিকারের কথা তুলে ধরেন।
















