উখিয়ায় অপহৃত রোহিঙ্গা আব্দুল্লাহসহ গুলিবিদ্ধ অবস্থায় আরও এক যুবককে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
রবিবার রাত সাড়ে ৮ টার দিকে উখিয়ার কুতুপালং নৌকার মাঠ রোহিঙ্গা ৭ নম্বর শিবিরের ডি-ব্লকের একটি সন্ত্রাসী সংগঠনের নেতা আবু সৈয়দ প্রকাশ আব্দুল্লাহকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
এ সময় বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন পাশ্ববর্তী রোহিঙ্গা এনামুল হাসান (৩৭)। পরে শিবিরে রোহিঙ্গাদের সহযোগিতায় পুলিশ ব্লক রেইড অভিযান চালিয়ে ৪ ঘন্টা পর অপহৃতকে গুলিবিদ্ধ আহত অবস্থায় উদ্ধার করে। আহত দু’রোহিঙ্গা পাশ্ববর্তী শিবিরের তুর্কী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন
কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক এসপি মো. নাইমুল হক।
তিনি জানান, চার ঘন্টার অভিযান চালালে রোহিঙ্গা সন্ত্রাসীরা ভীত হয়ে (২ আগস্ট) মধ্যেরাত পৌনে ১ টার দিকে ও রোহিঙ্গা শিবির ৮ ইষ্টের সংযোগ স্থলে খালের পাড়ে অপহৃতকে রেখে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় অপহৃত আবু সৈয়দকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করা হয়। একজনের বাম ও অপরনের জডান পায়ে গুলির আঘাত রয়েছে।
















