কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও র্স্বণসহ দুই মাদক কারকারিকে আটক করেছে।
আটকরা হলেন, কালু মিয়ার ছেলে মো. হোসেন (৪০) ও হোসেনের স্ত্রী হামিদা খাতুন (৩৬)। তারা টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়া এলাকার বাসিন্দা।
সোমবার (২ আগস্ট) দিবাগত রাত ৩ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে ডেইল পাড়া এলাকায় হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে ৩২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২৫ হাজার টাকা ও ৫ ভরি ১১ আনা র্স্বণ এবং মাদক কারবারে ব্যবহৃত ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন মাদক কারবারে জড়িত ছিল।
















