মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে প্রাইভেটকারে চলন্ত অবস্তায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশের বারইয়ারহাট পৌরসভার ট্রাফিক পুলিশ বক্সের সামনে রবিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ৪ টায় এই ঘটনা ঘটে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, প্রাইভেটকারে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণনে আনতে সক্ষম হই।
আগুনে গাড়ির সামনের অংশ পুড়ে গেছে। ইঞ্জিনের শর্ট সার্কিট থেকে প্রাইভেটকারটিতে (চট্ট মেট্রো-গ ১২-০০৪২) আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, প্রাইভেটকারটি ৪ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিলো। এসময় বারইয়ারহাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে এলে চলন্ত অবস্থায় হঠাৎ করে আগুন লেগে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। গাড়িটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।
















