কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: উখিয়ার কুতুপালং মধুর ছড়ায় ১৪এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ভাসানচর থেকে পালিয়ে আসা ১০জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে।
সুত্র জানায়, ২৯ জুলাই বিকাল ৫ টারদিকে উখিয়া মধুরছড়া ক্যাম্পে দায়িত্বরত ১৪ এপিবিএন সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প নং ৪,ব্লক নং-এফ-১৬ এর আবুল কালাম মাঝি এর বসত-ঘরে অভিয়ান চালিয়ে ভাসানচরের ক্লাস্টার নং ই-৭৫, ঘর নং-৫৬ হতে পালিয়ে আসা মোঃ আমিনের পুত্র ফয়জুল ইসলাম (২৯), তার স্ত্রী মাজিদা বেগম (২৫), ছেলে ইয়াছির (৭), কায়সার (২বছর, ৫মাস), মেয়ে নুর ফাতেমা (৪বছর ৫মাস), মোঃ আমিনের পুত্র জাহিদ হোসেন (৩০), তার স্ত্রী আছমা খাতুন, পুত্র সৈয়দ হোসেন (৯), হামিদ হোসেন (২), মেয়ে আয়াছ ফাতিমা (৪) কে আটক করে।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল তারা উখিয়া রোহিঙ্গা ক্যাম্প হতে স্বপরিবারে ভাসানচরে যায়। সেখানে সুচিকিৎসা না পাওয়া, রেশন খাদ্যদ্রব্যে মাছ-মাংস না দেওয়াসহ বিবিধ কারণে তারা অনেক চড়াই-উৎরাই পেরিয়ে বুধবার ২৮জুলাই সন্ধ্যায় তারা এসে এই ঘরে উঠে।
এই ব্যাপারে কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক এসপি মোঃ নাইম উল হক জানান, আটক ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহনের জন্য ক্যাম্প-৪ এর সিআইসির মাধ্যমে কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরন করা হয়েছে।
















