বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে চট্টগ্রাম আর্ক মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের উদ্যোগে কর্মশালা ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) শিকারপুরস্থ আর্ক’-এর নিজস্ব কমপ্লেক্সে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন ব্লেসড হোম’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মোরশেদ, চবির মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ড. মো. আফজাল হোসেন, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, আর্কের পরিচালক তাসনিম আহমেদ।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন আর্ক মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক পারভেজ আহমেদ।
অনুষ্ঠানে চট্টগ্রাম মানসিক ক্লিনিক, মনোনিবাস, মনোকর্ণ, লাইফ স্প্রিং চট্টগ্রাম, মনোবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সেরেনিটি জনগণের মাঝে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরির জন্য স্টল দেওয়া হয়। এছাড়া চট্টগ্রামের বেশ কিছু মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র অংশগ্রহণ করে।
দিনব্যাপী আয়োজনে তিনটি পৃথক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশগ্রহণকারীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আর্কের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হয়।
অনুষ্ঠানের বক্তারা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, “মানসিক সুস্থতা জীবনের ভারসাম্য রক্ষায় অপরিহার্য; এ বিষয়ে সচেতনতা সবার মধ্যেই ছড়িয়ে দিতে হবে।”