চট্টগ্রাম: প্রয়াত জিয়ারউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলালের জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আশেপাশে বসবাসরত সুবিধাবঞ্চিত ভাসমান পড়ালেখা করা শিশুদের মধ্যে খাতা, কলম, স্কেল ও পেন্সিলসহ যাবতীয় শিক্ষা সামগ্রী বিতরণ করেছে চবি ছাত্রদল।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয় স্টেশন প্লাটফর্মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক পরিচালিত ভাসমান স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থীদের মধ্যে উপহার বিতরণ করা হয়।
এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহশিন এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ চবি ছাত্রদলের বিভিন্ন হল ফ্যাকাল্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘ওদের সুবিধাবঞ্চিত বলা হচ্ছে অথচ এই সুবিধাবঞ্চিত হওয়ার দায় এই রাষ্ট্রের। শিক্ষা আমাদের মৌলিক অধিকার হলেও এই রাষ্ট্র সবার জন্য নিশ্চিত করতে পারেনি। অথচ রাষ্ট্র পরিচর্যা নিলে ওরাই হয়ে উঠতো আমাদের সম্পদ। ছাত্রদল শিক্ষার্থীদের নিয়ে কাজ করা সংগঠন। তাই আমরা চেষ্টা করছি, ওদের মূল আলোয় নিয়ে আসার জন্য। আর দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্মদিনে স্লোগান কেক কাটা থেকে বের হয়ে দেশের জন্য কিছু করার এটা নতুন প্রয়াস ‘
উল্লেখ্য, এর আগে আসর নামাজ পরবর্তী আরফাত রহমান কোকোর মাগফেরাত করে এবং মীর হেলালসহ দেশবাসীর মঙ্গল কামনায় মিলাদ আয়োজন করে চবি ছাত্রদল।