চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, ‘বিগত স্বৈরাচারী খুনি হাসিনার সরকারের অন্যায়, অত্যাচার ও লুটপাটের কারণে জনজীবন বিপন্ন হয়ে পড়েছিল এবং গেল ১৬ বছর দেশের সব সেক্টরে লাগামহীন দূর্নীতির কারণে দেশ প্রায় বিপর্যস্ত। শত শত ছাত্র-জনতার আত্মত্যাগ আর ছাত্র-জনতার আন্দোলনে খুনি হাসিনার পতন হয়েছে, এখন প্রতিটি সেক্টরে দুর্নীতিমুক্ত ও দেশকে সমৃদ্ধশালী হিসেবে গঠন করতে প্রকৌশলীসহ সব পেশাজীবীর অগ্রণী ভূমিকা রাখতে হবে।’
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার (১ সেপ্টেম্বর) সিটির দুই নম্বর গেইটস্থ প্রয়াত জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত স্থান বিপ্লব উদ্যানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) চট্টগ্রাম জেলার সভাপতি প্রকৌশলী আব্দুল্লাহ আল টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী এসএম আহাছানুজ্জামান আহছানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে উপস্থিত ছিলেন ডিইএব চট্টগ্রাম জেলার সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী আবুল কালাম আজাদ, সহ সভাপতি প্রকৌশলী শওকত আলী জুয়েল, প্রকৌশলী আফতাব উদ্দিন, প্রকৌশলী আশরাফ উদ্দিন, প্রকৌশলী সিরাজ সিকদার, যুগ্ম সম্পাদক প্রকৌশলী সুব্রত সেন, প্রকৌশলী আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রুবেল আহমেদ, দপ্তর সম্পাদক প্রকৌশলী সাগর সুশীল, চাকরি ও কর্মসংস্থান সম্পাদক প্রকৌশলী আল রাব্বি সরকার, ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মীর শাহরিয়া, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী সাকিব সরোয়ার, সদস্য প্রকৌশলী মনির হোসেন, প্রকৌশলী আরিফুল কবির, প্রকৌশলী জুলফিকার আলী ভুট্টো, প্রকৌশলী হাসান ছোটন, প্রকৌশলী মেহেদি হক, প্রকৌশলী জয় দাশ, প্রকৌশলী অসীম দে।
















