দুই দশক পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারটি
এখন ছড়িয়ে পড়েছে টেকনাফ থেকে তেতুলিয়া, শহর থেকে গ্রামগঞ্জে।
সাক্ষাৎকারটি প্রজেক্টরের মাধ্যমে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নে প্রচার করেন জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) চট্টগ্রাম উওর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ হোসেন।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তারেক রহমানের অনুপ্রেরণা বক্তব্য শুনতে এলাকাজুড়ে সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সাকিলা ফারজানা, উত্তর জেলা যুবদলের প্রচার সম্পাদক একরাম হোসেন চৌধুরী, আবুধাবি বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর শুক্কুর, জেলা ছাত্রদলের সাবেক সদস্য মো. দেলোয়ার হোসেন, মাদার্শা বিএনপি নেতা মো. ইলিয়াস, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, উত্তর মাদার্শা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. হাসান মুরাদ চৌধুরী, ইউনিয়ন বিএনপি নেতা মো. আলমগীর ও মো. নাসের।
আরও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ, হাটহাজারী উপজেলা তরুণদলের সভাপতি মো. আজগর হোসেন, কৃষকদল নেতা রিপন, সেচ্ছাসেবকদল নেতা শহিদুল্লাহ মনা, শ্রমিকদল নেতা মোৎ. আইয়ুব, সেচ্ছাসেবকদল নেতা রফিক, শ্রমিকদল নেতা ইদ্রিস, ইউনিয়ন বিএনপি নেতা হাসানুজ্জামান জামাল, উপজেলা তরুণদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাঈম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম, বিএনপি নেতা মো. সেকান্দর, মো. ইদ্রিস, মো. হারুন, মো. আলি, মো. মন্নান, শ্রমিক নেতা আশিক, ইউনিয়ন যুবনেতা সেকান্দর, মো. সাইফুল্লাহ, ছাত্র নেতা মো. মুন্না, মোজাম্মেল।