চট্টগ্রাম: কোরআনের পাখি হাফেজদের উৎসাহ, অনুপপ্রাণিত করার লক্ষ্য ব্লগবাড়ি কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪ সম্প্রতি সিটির কামালে ইশকে মুস্তফা সা. ফাজিল মাদ্রাসা হল রুমে সম্পন্ন হয়েছে।
প্রতিযোগিতার প্রথম অধিবেশন তথা অডিশন রাউন্ডে বিজ্ঞ বিচারক মণ্ডলীর পরিচালনায় সমাপ্তি হয় দুপুর দুইটায়। এটি যৌথভাবে সঞ্চালনা করেন মারুফ হাসান ওয়াহেদ ও জুবায়ের হোসেন।
মুহুমুহু উৎসবের মধ্যদিয়ে দ্বিতীয় অধিবেশন বিকাল তিনটায় শুরু হয়ে সমাপ্তি হয় রাত আটটায়।
প্রাণবন্তভাবে গ্রান্ড ফিনালে তথা ফাইনাল রাউন্ড উপস্থাপনা করেন প্রোগ্রাম কো অডিনেটর গিয়াস উদ্দিন।
ব্লগবাড়ির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএ ফ্যামেলির ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। প্রধান আলোচক ছিলেন লেখক ও কলামিস্ট মুহাম্মদ মাসুম চৌধুরী।
সমাপনী অধিবেশনে অতিথি ছিলেন হিফজুল কোরআন প্রতিযোগিতার টাইটেল স্পন্সর সিস্টেম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল আজিম। উপস্থিত ছিলেন প্রোগ্রাম চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব, লাইফ ফর লাইফ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান আনিস ওয়ারেচী, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা নাজিম উদ্দীন চৌধুরী এ্যানেল, আলিম মরিয়ম ফাউন্ডেশন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল করিম, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শওকতুল ইসলাম।
প্রতিযোগিতায় ৫০টি প্রতিষ্ঠানের ২০০ প্রতিযোগি অংশ নেন। এতে প্রথম পুরুষ্কার অর্জন করেন পেকুয়া বায়তুল ফোরকান ইন্টারন্যাশনাল হেফজখানার ছাত্র মো. আবদুর রহমান, দ্বিতীয় পুরুষ্কার অর্জন করেন সিটির রাহাত্তারপুল মারকাজুত তাকওয়া মাদ্রাসার ছাত্র মো. তাহজিদ হোসেন ও তৃতীয় পুরুষ্কার অর্জন করেন ফেনী নূরে মদিনা মাদ্রাসার ছাত্র মো. আনাস জামিল।
পুরুষ্কার হিসেবে ছিল সর্বমোট এক লক্ষ্য টাকা ও সব প্রতিযোগির জন্য সনদপত্র।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ধর্মীয় আচার অনুষ্ঠান প্রজন্মকে অনৈতিক কর্মকান্ড থেকে দূরে রাখে।’
তারা আগামীতেও অনুষ্ঠানের ধারাবাহিকতা অব্যহত রাখার আহ্বান জানান।
















