সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিশু সংগঠন ও মেধাবিকাশ কেন্দ্র ‘শিশুদের পাঠশালা’র সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুলিশের পরিদর্শক সজল দাশের পিতা সমাজসেবী রায় মোহন দাশের পারলৌকিক ক্রিয়া ও স্মরণ সভা শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড উপজেলার মছজিদ্দা সুলতানামন্দির এলাকায় সম্পন্ন হয়েছে।
কানাইমাদারী ড. অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার দাশের সভাপতিত্বে ক্রিয়াত্তোর স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন ‘শিশুদের পাঠশালা’র মহাপরিচালক, দৈনিক আজাদীর জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর সীতাকুণ্ড প্রতিনিধি কৃষ্ণ দাশ, বেক্সিমকো ফার্মার ম্যানেজার অসীম শীল, কমার্স ব্যাংকের ম্যানেজার শংকর চৌধুরী, ব্যাংকার দেবাশীষ নাগ, রাজনীতিবিদ মো. রফিকুল আলম বাপ্পী, ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের মেম্বার সালাউদ্দীন ও মুহাম্মদ খোরশেদ আলম।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াতের স্ত্রী পুষ্প দাশ, পুত্র শ্যামল, পুত্র ও ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর থানার ইন্সপেক্টর সজল দাশ, কন্যা স্বপ্না দাশ, পাঠশালা সংগঠক সৈয়দ শিবলী ছাদেক কফিল, এএইচএম কাউসার, সাবেদ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুজিত দাশ অপু, ব্যাংকার সাজু ভৌমিক, বিভু ভট্টাচার্য্য, জয়ন্ত চৌধুরী মিথুন, মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র আবু রাসেল, মোহাম্মদ ইব্রাহীম।
সভায় বক্তারা বলেন, ‘ভাল মানুষ কর্মের মধ্য দিয়ে অমর হয়ে থাকেন। সমাজসেবী রায় মোহন দাশ তেমনই একজন সমাজের নিবেদিত ও গুণী মানুষ।’
এ গুণীজনের প্রয়ানে শিশুদের পাঠশালার পক্ষ থেকে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও প্রয়াতের বিদেহী আত্মার সদগতি কামনা করা হয়।
















