নিপা আক্তার (রিয়া), পিতা- জসীম শেখ, বর্তমান ঠিকানা: ৫নং ওয়ার্ড, দক্ষিণ বিলাস খাঁন, শরীয়তপুর পৌরসভা, শরীয়তপুর। আপনি আমার মক্কেলের বিবাহিত স্ত্রী ছিলেন। বিগত ০৭/০৭/২০২২ইং তারিখে আমার মক্কেল আপনাকে ধর্মীয় ও আইনত রীতিনীতি পালন করিয়া একখানা তালাক নামা প্রেরণ করেন তৎপ্রেক্ষিতে উক্ত ১০/১১/২০২২ইং যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক তালাক নামা কার্যকর হয়। আপনার বিরুদ্ধে আমার মক্কেল কর্তৃক বিগত ১৪/০৮/২০২২ইং যৌতুক আইনে ও ০৪/০৯/২০২২ ইং দন্ডবিধির ৪০৬/৪২০/৪৯৫/৫০৬(০২)/৩৪ বিজ্ঞ সিনিয়র জুড়িলিয়াল ম্যাজিষ্টেট আদালত চন্দনাইশ, পৃথক দুইটি মামলা দায়ের করেন যাহা বর্তমানে বিচারাধীন। বিগত ২০/১২/২০২২ ইং তারিখে সাকাল আনুঃ ৯:৪৫ মিনিটের সময় আপনি আমার মক্কেলের বর্তমান কর্মস্থলে উপস্থিত হয়ে কিছু অজ্ঞাত নামা ব্যক্তিসহ আমার মক্কেলকে গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি প্রদান করেন। যাহার বিরুদ্ধে আমার মক্কেল উক্ত তারিখে কোতোয়ালী থানায় একখানা সাধারণ ডায়েরী দায়ের করেন যাহার জিডি নং- ১৬৩৬/২০২২। বিগত ২৩-১২-২০২২ হতে অদ্য পর্যন্ত বিভিন্ন পত্র-পত্রিকা, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভূল তথ্য দিয়ে (সাবেক স্ত্রীর সঙ্গে মারমুখী আচরণ ব্যাংক কর্মকর্তার) মানহানিকর বক্তব্য প্রচার করেন আমার মক্কেল মোঃ রাশেদ, পিতা- মরহুম হাফেজ আহম্মদ, বর্তমান ঠিকানা: ৪নং ওয়ার্ড, ভাটিখাইন, পটিয়া, চট্টগ্রাম এর বিরুদ্ধে। দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল আমার মক্কেলের সামাজিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে। আমি এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নিবেদক –
এডভোকেট পারভিন আক্তার
জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম।
এনেক্স ভবন-০১,রুম নং- ২৪৭,কোট হিল,চট্টগ্রাম।
০১৮৫৯০০৯২৮২