নিজস্ব প্রতিবেদক :
ঢাকায় পৌঁছেছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক। বিশ্বকাপের পাঠ চুকিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলতে বাংলাদেশে এসেছেন এই দুই তারকা ক্রিকেটার।
বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করলেও সে সময় ঢাকায় আসেন ১৬ ক্রিকেটার। আজ (মঙ্গলবার) দলের সঙ্গে যোগ দিয়েছেন বাকি দুই ক্রিকেটার।
বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে সকাল ৮টায় এমিরেটস এয়ারলাইন্স যোগে দুবাই থেকে ঢাকায় পৌঁছেছেন বাবর-মালিক। তাদের আসার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান।
চলতি সিরিজের কোভিড প্রটোকল নিয়মানুযায়ী একদিনের রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে এই দুই ক্রিকেটারকে। এরপর করোনা পরীক্ষায় নেগেটিভ এলে আগামীকাল (বুধবার) অনুশীলন করতে পারবেন তারা।
আগামী ১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এ সিরিজ। এরপর ২০ ও ২২ নভেম্বর হবে বাকি দুটি ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এরপর ২৬ নভেম্বর শুরু হবে টেস্ট সিরিজ। চট্টগ্রাম জহুর আহমেদে হবে প্রথম টেস্ট। এরপর মিরপুর শেরে বাংলায় ৪ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
















