ক্রীড়া ডেস্ক :
ফের চোটে পড়েছেন বার্সেলোনার ফুটবলার উসমান দেম্বেলে। লম্বা সময় পর ক’দিন আগেই ফিরলেও স্থায়ী হতে পারলেন না। চোট মাথাচড়া দিয়ে ওঠায় আবারও মাঠের বাইরে চলে যেতে হচ্ছে এই ফরোয়ার্ডকে।
কাতালান ক্লাবটি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, বাম পায়ের পেশির চোটে ভুগছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। একই বিবৃতিতে ডিফেন্ডার সের্জিনো দেস্তের পিঠের চোটের খবর দেয় তারা। তবে কতদিন তাদের বাইরে থাকতে হবে, তা জানানো হয়নি।
গত জুনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফ্রান্সের হয়ে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে খেলার সময় ডান হাঁটুতে চোট পান দেম্বেলে। পরে করাতে হয় অস্ত্রোপচার। লম্বা বিরতির পর অনুশীলনে ফেরেন তিনি গত মাসে।
গত মঙ্গলবার চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে প্রথমবারের মতো মাঠে নামেন চ্যাম্পিয়ন্স লিগে দিনামো কিয়েভের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচের দ্বিতীয়ার্ধে। সে ম্যাচে মাত্র ২৫ মিনিট খেলেছিলেন দেম্বেলে।
সে ম্যাচেই আবার হ্যামস্ট্রিংয়ের চোট ফিরে আসে। দুই দিন পরই এলো তার নতুন চোটের খবর। স্বাভাবিকভাবে শনিবার লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
লা লিগায় ১১ ম্যাচে চারটি করে জয় ও ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বার্সেলোনা।
















