চট্টগ্রামে পূজামণ্ডপে হামলার মামলায় ১৫ আসামিকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা শুনানি শেষে এ আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুল হাসান বলেন, ১৫ আসামিকে সাত দিন করে রিমান্ডের আবেদন করে কোতোয়ালি থানা পুলিশ। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামিকে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৫ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপে হামলার ঘটনায় ৮৪ জনের নাম উল্লেখ করে ৪০০-৫০০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ওই মামলায় ১০০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
















