নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের লোহাগড়া উপজেলার জঙ্গল পদুয়া গ্রামের মেয়ে ফাতেমা আক্তার রিয়া (১৩)। এক প্রতিবেশী টাকা নিয়ে ফেরিওয়ালা থেকে নতুন জামা কিনেছিল ৩ দিন আগে ওই প্রতিবেশীর টাকা পরিশোধ করতে রবিবার রাতে বাবার কাছে টাকা চেয়েছিল, বাবা কয়েকদিন পরে টাকা দিবে বলায় অভিমান করে সপ্তম শ্রেণির এই ছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া হোসেন সিকদার গ্রামের ট্রাক চালক হাসান আলী সিকদারের কন্যা উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার রিয়া (১৩) রাতে বাবার কাছে ধারের টাকা পরিশোধ করতে টাকা চায়। কিন্তু সংসারের অভাব অনটনের কারণে বাবা তাকে টাকা দিতে না পারায় ওই ছাত্রী অভিমান করে ঘরের নিজ রুমে যায়।
সকালে তার ছোট ভাই রায়হান ডাকতে গেলে লোহার রডের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় সে এ সময় তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করছেন স্হানীয় ইউপি সদস্য মো. শহীদুল ইসলাম।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, পদুয়ায় এক স্কুলছাত্রীর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
















