পটিয়া প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন মণ্ডপ ও সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) বিকেলে পটিয়া থানার মোড় চত্বরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর নেতারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সিপিবি পটিয়া উপজেলার সভাপতি পুলক দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শওকত আলীর সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য দেন
ধলঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল মুল্লুক, চট্টগ্রাম জেলা সিপিবির ভারপ্রাপ্ত সভাপতি আবদুন নবী, সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ইদ্রিস, অধ্যাপক কানাই দাশ, মুক্তিযোদ্ধা ফজল আহমদ, গৈড়লা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন আওয়ামীলীগ সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। বঙ্গবন্ধু যে চেতনায় রাজনীতি করতেন বর্তমান তা নেই। বক্তারা অবিলম্বে বাহাত্তরের সংবিধান প্রণয়ন , সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সরকারের কাছে দাবি করেন।
















