মো.আমিনুল ইসলাম, চন্দনাইশ প্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনাইশে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চন্দনাইশ থানার আয়োজনে পৌরসভা কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র মাহবুবুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আ.লীগের সভাপতি জাহেদুল ইসলাম, ওসি মো.নাসির উদ্দিন সরকার, বরকল ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।
পৌর কাউন্সিলর মোরশেদুল আলমের সঞ্চলনায় এতে অংশ নেন চন্দনাইশ পৌরসভা আওয়ামী লীগ সভাপতি কায়সার চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা লীগের দপ্তর সম্পাদক সঞ্চিতা বড়ুয়া, চন্দনাইশ পৌরসভার প্যানেল মেয়র-২ মাসুদুর রহমান, কাউন্সিলর শাহেদুল আলম, লোকমান হাকিম, মোজাম্মেল হক, মহিলা কাউন্সিলর শিরিন আক্তার প্রমুখ ।
সভায় বক্তারা বলেন বাংলাদেশে হাজার বছর ধরে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি লালন করে আসছি। তারই ধারাবাহিকতায় আগামী দিনেও আমরা সকলে মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখবো।
সাম্প্রদায়িক হানাহানি বা কোন ধরনের বিভেদের সুযোগ নেই। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে সম্প্রীতি বিনষ্ট হয় এমন কাজ থেকে সকলকে বিরত থাকতে হবে। কোন ধরণের গুজবে কান না দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টাকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহবান জানান বক্তারা।
এছাড়াও এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
















