হাটহাজারী প্রতিনিধি:
আন্তর্জাতিক ডলফিন দিবসে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে ৫ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৪ অক্টোবর) হালদা নদীর সিপাহীঘাট এলাকায় দিদারুল আলম নামে স্থানীয় এক ব্যক্তি মৃত ডলফিনটি নদীতে ভাসতে দেখে বেসরকারি সংস্থা আইডিএফকে খবর দিলে তারা মৃত ডলফিনটি উদ্ধার করে।
পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডঃ মনজুরুল কিবরীয়া উপস্থিত হয়ে মৃত ডলফিনটি পরিদর্শন করেন এবং পরীক্ষা নিরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেন। ধারণা করা হচ্ছে মাছ শিকারীদের আঘাতে ডলফিনটির মৃত্যু হয়েছে।
















