বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬৬ জন গ্রাম পুলিশকে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪ অক্টোবর ) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দীন আহমদ।
২০২০-২১ অর্থ বছরে বোয়ালখালী উপজেলার ৯টি ইউনিয়নের ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে এ বাই সাইকেল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাৎ হোসেন, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, আবদুল মান্নান মোনাফ, এস এম জসিম, কাজল দে, হামিদুল হক মান্নান, শামসুল আলম ও পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ।
















