পটিয়া প্রতিনিধি: সারাদেশে হিন্দুদের উপর নির্যাতন, নিপীড়ন ও মঠ মন্দিরে হামলার প্রতিবাদে পটিয়া থানার মোড়ে (অক্টোবর ২৩) বিকাল ৩টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ পটিয়া উপজেলার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে দুপুর ৩টা থেকে বিভিন্ন ইউনিয়ন ও সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে যোগদান করেন।
বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য করেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য বিজন চক্রবর্তী ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুণুর রশীদ, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, মেম্বার সমিতির সভাপতি শহীদুল ইসলাম জুলু, শিক্ষক ভগীরথ দাশ, ডাঃ জয় দত্ত বড়ুয়া সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ পটিয়া উপজেলা শাখার সভাপতি ডাঃ দীলিপ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং মাষ্টার শ্যামল দে এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ঐক্য পরিষদ পটিয়া উপজেলার সাধারণ সাম্পাদক তাপস দে, বক্তব্য রাখেন উপজেলা পূজা পরিষদের সভাপতি অধ্যাপক যদু রঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, পৌর পূজা পরিষদের সভাপতি প্রণব দাশ, সাধারন সম্পাদক নয়ন শর্মা সহ বিভিন্ন মঠ মন্দির ও ধর্মীয় সংগঠন থেকে আগত নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বলেন , একাত্তরে যে অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা এবং সংবিধান পরিবর্তনের কারণে বহু আগেই সে চেতনা বিলীন হয়েছে। কোন না কোন অযুহাতে সংখ্যালঘুদের উপর হামলা সাধারণ ঘটনা হয়ে উঠেছে। সংখ্যালঘুদের নিরাপত্তায় বক্তারা সরকারের কাছে বিশেষ আইনের দাবি জানায়।
এছাড়াও পূজা মন্ডপে কোরান রেখে আসা ইকবাল সহ দেশের যে সমস্ত স্থানে হিন্দুদের মন্দির,বাড়ি, ব্যবসা প্রতিষ্টান ভাংচুর , অগ্নি সংযোগ করা হয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায় বক্তারা।
বিক্ষোভ সমাবেশ শেষে পটিয়া থানার মোড় থেকে পটিয়া উপজেলা চত্ত্বর পর্যন্ত র্যালী করা হয়।
















