হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারী পৌরসভার আলীপুর এলাকায় পানিতে ডুবে তানভীর নামে চার বছরের এক শিশু মৃত্যু।
বুধবার (২০ অক্টোবর) সকাল ১০ টায় হাটহাজারী পৌরসদরের ৪ নং ওয়ার্ডের আলীপুর নুরুল আলম মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। সে একই বাড়ির মোঃ হোসেন আলী (জুনুর) ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, পরিবারের অন্যরা সদস্যরা ঘরের কাজে ব্যস্ত ছিল। ঘরের বাইরে খেলছিল শিশু তানভীর। বাড়ির পাশের পুকুরে তানভীরকে ভাসতে দেখেন স্থানীয় সজীব নামে এক যুবক।
পরে তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডিউটি ডাক্তার সোহানা আক্তার চৌধুরী শিশুটি মারা গেছে বলে নিশ্চিত করেন।
















