পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী ( সা:) উপলক্ষে চট্টগ্রাম জেলা শিশু একাডেমি ও শিশু বিকাশ কেন্দ্রের উদ্যোগে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল আজ ২০ অক্টোবর বুধবার সকাল ১১টায় একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: নুরুল আবছার ভূঁঞারর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক হুমায়ুন কবির খোন্দকার।
বক্তব্য রাখেন চট্টগ্রাম শিশু বিকাশ কেন্দ্রের ঠিকাদার মো: আলমগীর হোসেন, শিশু একাডেমির ডাটা এন্ট্রি অপারেটর মো: আবদুল খালেক ও কম্পিউটার অপারেটর মো: মহিউদ্দিন।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন শিশু একাডেমি মসজিদের হাফেজ মুহাম্মদ নুরুল আসলাম। শিশু একাডেমি ও শিশু বিকাশ কেন্দ্রের প্রশিক্ষক- প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা পবিত্র ঈদ-ই মিলাদুন্নবীর (সা:) তাৎপর্য তুলে ধরেন।
















