দ্বিতীয় ওভারের প্রথম বলে উইকেট তুলে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। ৬ বলে ৬ রান করা আকিব ইলিয়াসকে বিদায় করেন এলবিডব্লিউ ফাঁদে ফেলে। তবে তৃতীয় উইকেটে কাশ্যপ প্রজাপতির সঙ্গে ও চতুর্থ উইকেটে অধিনায়ক ৩৪ রান করে জুটি গড়েন যতিন্দর সিং।
ম্যাচ থেকে ছিটকে পড়ার আশঙ্কা জাগে বাংলাদেশের। তবে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে টাইগাররা। স্বাগতিক ওমানকে ২৬ রানে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
মঙ্গলবার (১৯ অক্টোবর) টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫৩ রানে অল আউট হয় বাংলাদেশ। অন্যদিকে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তুলে ওমান। ব্যাট বলে অনবদ্য পারফরমেন্স করে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান।
৩৩ বলে ৪০ রান করা যতিন্দরকে থামান সাকিব। এখানেই ঘুরে যায় ম্যাচের মোড়। লিটন দাসের হাতে ক্যাচ দেয়ার আগে চারটি চার ও একটি ছক্ক মারেন ওপেনার যতিন্দর।
বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
ওমান একাদশ
আকিব ইলিয়াস, যতিন্দর সিং, কাইসায়াপ প্রজাপতি, জিশান মাকসুদ (অধিনায়ক), মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দীপ গৌড, নাসিম খুশি, কালিমুল্লাহ, ফায়াজ বাট ও বিলাল খান।
















