হাটহাজারী প্রতিনিধি: দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় এক হাজার মিটার ঘেরাও জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৯ অক্টোবর) রাত ১টা হতে ভোর ৪টা পর্যন্ত হালদা নদীর গড়দুয়ারা ও উত্তর মাদার্শা ইউনিয়ন অংশে এই অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলাা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম।
এসময় উত্তর মাদার্শার ফুলজানা বাপেরঘাট এলাকা থেকে প্রায় ১ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়।
অভিযানের সত্যতা স্বীকার করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম জানান, হালদা নদীর মা মাছ ও ডলফিন রক্ষা এবং অবৈধভাবে মাছ শিকারীদের ধরতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় তিনি আরো জানান, হালদা নদীর জীব বৈচিত্র রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
















